| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ৩০ নভেম্বর : মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে পদ্মা সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরেছে অজ্ঞাতরা। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে একজন নিহত হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে দুই জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পেট্রোলবোমার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে থেমে যায়। এ সময় রাস্তায় একটি হাত বিচ্ছিন্ন ও রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত এ ব্যক্তির নাম গোলাম কিবরিয়া (৪৫)। ওই সময়ে বাসের ধাক্কায় অজ্ঞাত একজন নিহত হয়েছে।
Posted ১৪:৫৭ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin