শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে ঘিরে বার্সায় বিতর্ক : ইনজুরিতে হতাশ রোনালদো

  |   শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

ronaldo - masi

বিশ্বকাপের ঠিক আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যত্‍ নিয়ে যখন প্রবল আশঙ্কা, তখন লিওনেল মেসিকে নিয়ে তুমুল আলোড়ন বার্সেলোনায়! মেসির সঙ্গে জড়িয়ে পড়েছেন জোহান ক্রুয়েফ, আন্দ্রে ইনিয়েস্তা। চলতি মৌসুমের শুরুতে যে চোট পেয়েছিলেন লিও মেসি, সেই একই চোট পেয়েছেন রোনালদোও। এমন ভাবেই বাইশেপস ফেমোরিসে চোটের কবলে পড়ে দু’মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। রোনালদোকে ঘিরেও তেমনই আশঙ্কা দানা বাঁধছে। কোপা দেল রে’র ফাইনালের মতো বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেও তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

আর এরই মধ্যে চাঞ্চল্যকর বিতর্ক মেসিকে ঘিরে। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের প্রথমার্ধে সে ভাবে পাওয়াই যায়নি মেসিকে। টিমেরই কেউ কেউ বলেছেন, “আমাদের তো দশ জনে খেলতে হয়েছে! মনে হচ্ছিল, আমরা যেন জিতছি।” এই কথায় ইঙ্গিত দেওয়া হচ্ছে, গা লাগিয়ে খেলেননি মেসি। আর বার্সেলোনার বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম কিংবদন্তি জোহান ক্রুয়েফ মেসিদের হারে তীব্র হতাশ। তিনি বলেই দিয়েছেন, “রিয়াল মাদ্রিদকে হারানোর পরে মেসি সেরা ফুটবলার ছিল। কিন্তু এখন জঘন্য।” একই সঙ্গে ক্রুয়েফ জুড়ে দিয়েছেন, “আমি তাতা মার্তিনোকে কোনও দোষ দিতে চাই না। ওর পক্ষে যতটা করা সম্ভব ছিল, করেছে। মুশকিল হচ্ছে, ড্রেসিংরুমে কোচই শেষ কথা। কিন্তু শেষ চার বছর বার্সেলোনায় কোচ সেই ভূমিকায় নেই। টিমটা অন্য কেউ চালায়।” বোঝাই যাচ্ছে, কর্তাদের পাশাপাশি ক্রুয়েফের ইঙ্গিতও মেসির দিকে।

এই বিতর্কের আগুনে ঘি ঢেলে উস্কে দিয়েছেন ইনিয়েস্তা। কোচের পরোক্ষ সমালোচনা করে তিনি বলেছেন, “আমাকে হঠাৎ তুলে নেওয়াটা অবাক করেছে। তবে এটা ম্যানেজারের সিদ্ধান্ত।

এই প্রথম মেসিকে ঘিরে এমন বিতর্ক দেখা দিল বার্সেলোনায়। তাঁকে নিয়ে টিমের ভিতরেই রীতিমতো গুঞ্জন চলছে। অ্যাটলেটিকোর কড়া ডিফেন্সের জাল কেটে গোলের দরজা খোলা দূরের কথা, চেনা ছন্দেই দেখা যায়নি তাঁকে। টিমের এক জন বলেছেন, “এমন ম্যাচ জিততে হলে অনেক বেশি কিছু দিতে হয়। প্রথমার্ধে আমাদের আচরণ তেমন ছিল না।” তবে খারাপ সময়ে ম্যানেজার তাতা মার্তিনো অবশ্য মেসির পাশেই দাঁড়িয়েছেন।

মেসির মতোই বিপর্যস্ত রোনালদোও। যাঁরা তীব্র গতির ফুটবলার হন, তাঁদের বাইশেপস ফেমোরিসে চোট লাগার আশঙ্কা বেশি থাকে। মেসিরও তাই হয়েছিল। এ বার শিকার রোনালদো। দু’মাস পর চোট কাটিয়ে ফিরে সে ভাবে ছন্দে দেখা যায়নি মেসিকে। রোনালদোর ক্ষেত্রেও বিশ্বকাপের মুখে তেমনই আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ম্যারাথনারদের এই চোট খুব বেশি হয় না। কিন্তু স্প্রিন্টারদের ক্ষেত্রে এর হার খুব বেশি। মেসি-রোনালদো শুধু নন, বাইশেপস ফেমোরিসে চোট পাওয়ার তালিকা লম্বা। খর্দি আলবাও এই চোটে পড়ে দু’মাস মাঠের বাইরে ছিলেন। ভায়াকানো ফুটবলার গালভেস চলতি মৌসুমে একই সমস্যার মুখে পড়েছেন। ইনিয়েস্তাও পেয়েছেন একই চোট। রিয়াল মাদ্রিদেরই কোয়েন্ত্রাও দেশের হয়ে খেলতে গিয়ে পেয়েছেন একই চোট। বিশ্রামই চোট সারানোর একমাত্র উপায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ফুটবল থেকে দূরে থাকাই ভালো রোনালদোর জন্য। অন্তত ব্রাজিল বিশ্বকাপের কথা মাথায় রেখে। রবের্তো কার্লোস পর্যন্ত বলেছেন, “এই চোট পেয়েছিলাম আমিও। ভালো করে বিশ্রাম না নিলে আবার লাগবে।”

শুধু উরুর  মাংস পেশীই নয়, হাঁটুর চোটও রয়েছে রোনালদোর। ম্যানেজার কার্লো আন্সেলোত্তি এ দিন বলেছেন, “আমি জানি না, কোপা দেল রেতে ওকে পাব কি না। গুরুত্বপূর্ণ সময়ে টিমে না থাকতে পেরে ও হতাশ। ১০০ শতাংশ ফিট থাকলে তবেই বার্সেলোনা ম্যাচে ওকে খেলাব। না হলে নয়। আর ক্রিশ্চিয়ানো যদি কোপা দেল রেতে খেলতে পারে, তা হলে ধরে নিতে হবে ওর চোট গুরুত্বপূর্ণ নয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ | শনিবার, ১২ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com