নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট
মৃত ব্যক্তির কাফনে কালিমায়ে শাহাদাত, পবিত্র কোরআনের কোনো আয়াত বা জিকির লেখা নাজায়েয। এটি ভুল প্রথা ও নতুন উদ্ভাবিত কাজ। এ রকম করলে মৃত ব্যক্তি কবরের আজাব থেকে মুক্তি লাভ করবে বা তার কবরের প্রশ্নোত্তর সহজ হবে এ রকম ধারণার কোনো ভিত্তি নেই।
ইসলামের উৎস হলো কোরআন ও রাসূলের সুন্নত অর্থাৎ তার কথা, কাজ ও সমর্থন। কোরআন ও রাসূলের সুন্নত ছাড়া অন্য কোনো সূত্রে আমলের নতুন কোনো ধরন উদ্ভাবন করে তাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করলে তা হয় দীনের মধ্যে নতুন উদ্ভাবন বা বিদআত।
রাসূলুল্লাহ (সা.) তার উম্মতকে দীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় বা বিদআত থেকে বেঁচে থাকতে বলেছেন। রাসূল (সা.) বলেন, সব নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো, সব নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত আর সব বিদআতই পথভ্রষ্টতা। (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ)
উল্লেখ্য, মৃত ব্যক্তির মুক্তির জন্য মৃত্যুর পর বেশি বেশি দোয়া করা উচিত, দান-সদকা, কোরআন তেলাওয়াত বা অন্যান্য আমল করে তার জন্য সওয়াব পাঠানো উচিত যেভাবে ইসলাম আমাদের শিখিয়েছে।
Posted ০৬:২২ | রবিবার, ১০ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain