| সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শিকদার মো. ফজলুর রহমান (৮১) রোববার দিবাগত রাত ১২ টার দিকে পিরোজপুর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি দির্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের চার বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সোমবার বাদ আছর কামলা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রদাপন ও জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Posted ১১:০১ | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum