| শনিবার, ১৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাসেম আলীর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আদেশে বলেছেন, ২২, ২৩ ও ২৪ এপ্রিলের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষে এ আদেশ দেন। মীর কাসেম আলীর পক্ষে ২২ জন সাফাই সাক্ষীর তালিকা থেকে ট্রাইব্যুনাল দুজন সাক্ষী নির্ধারণ করে দেন। এরপর আসামিপক্ষ নাম বাড়ানোর আবেদন করলে ট্রাইব্যুনাল আরো একজন সাক্ষী মঞ্জুর করেন।
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রসিকিউশনের ২৩ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
গত বছরের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। গত বছরের ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে সাক্ষ্য নেয়া শুরু হয়।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি ঘটনায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Posted ১২:২৭ | শনিবার, ১৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin