অনলাইন ডেস্ক : খেলাফত মজলিস বার্মিংহাম স্মল হিথ শাখার ঈদ পুনর্মিলনী ও দু’আ মাহফিল গত ১৪ই আগষ্ট বুধবার সন্ধ্যা ৮:৩০ টায় বার্মিংহাম স্মলহিথের কভিন্ট্রি রোডস্থ আল আমান সেন্টারে মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, জমিয়াতে উলামা ইসলাম বার্মিংহামের সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মিডল্যান্ড খেলাফত মজলিসের সভাপতি করি আব্দুল মুকিত আজাদ, বার্মিংহাম খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবীর ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন , আলহাজ আব্দুল মালিক পারভেজ , মাওলানা আ ফ ম সুয়ায়ব , মাওলানা জাকারিয়া আহমেদ ,মাওলানা মিসবাহ উদ্দিন , শাহেদ আহমেদ, সাদেক আহমেদ লস্কর , আলমগীর হুসাইন প্রমুখ ।
সভায় মিশরের গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং শাপলা চত্তরের আদলে আজ মিশরের সামরিক জান্তারা নিরীহ মজলুম জনতাকে শহীদ করেছে । ইনশাল্লাহ বাংলাদেশ – মিশর – সিরিয়া সহ প্রতিটি জনপদের রক্তের বদলা নেয়া হবে ।
আগামী ১৯ আগস্ট সোমবার ৭.৩০ ( বাদ আসর ) ষ্টুডিও ১ হলে প্রতিবাদ সমাবেশের আহ্বান জানানু হয় ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related