| মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৮ মার্চ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩ নেতার জামিন শুনানির জন্য আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। অপর ২ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে এই ৩ নেতার জামিন আবেদন দাখিল করলে বিচারক জহুরুল হক এই দিন ধার্য করেন। আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ প্রমুখ।
এর আগে গত রবিবার রমনা থানায় পুলিশের দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের ৩ মামলায় বিএনপির এই ৩ নেতাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান কারাগারে পাঠান।
গত ৯ মার্চ এসব মামলায় হাইকোর্টের দেয়া আগাম জামিন বাতিল করে দেন আপিল বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে রবিবার আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই ৩ নেতা।
Posted ১৭:৫৫ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin