| বুধবার, ০২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
২ এপ্রিল: পুলিশের দায়ের করা পৃথক চারটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর সদস্য সচিব আব্দুস সালামের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে কেন তাদের নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এহসানুর রহমান ও এডভোকেট সগির হোসেন লিয়ন।
এডভোকেট সগির হোসেন লিয়ন শীর্ষ নিউজকে জানান, এই জামিনের ফলে তাদের কারামুক্তিতে আর কোন বাধা নেই। ব্যারিস্টার এহসানুর রহমান জানান, ৩ জানুয়ারি বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পরীবাগে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় দগ্ধ যাত্রী অ্যালিকো বীমা কোম্পানির নারী কর্মকর্তা শাহীনা ও সব্জি ব্যবসায়ী ফরিদ মিয়া নিহত হন। ওই ঘটনায় মির্জা আব্বাসকে অভিযুক্ত করে রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ।
এছাড়া বিএনপির দেশব্যাপী অবরোধ চলাকালে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগে বোমা হামলায় রমনা থানায়, ২৮ নভেম্বর শিশুপার্ক এলাকায় বোমা হামলা ও হত্যা মামলায় শাহবাগ থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ। অপরদিকে গত বছরের ২৪ ডিসেম্বর অবরোধ চলাকালে রাজধানীর বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা বাসে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যার অভিযোগ এনে আব্বাসসহ সালামের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
মামলায় ২০ জানুয়ারি তাদেরকে আট সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। কিন্তু ৯ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ ওই জামিন বাতিল করেন। একইসঙ্গে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ১৬ মার্চ হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
মহানগর দায়রা জজ আদালতের ওই আদেশ চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে জামিন আবেদন করেন তারা। বুধবার ওই আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট তাদের জামিন দেন।
Posted ১২:৩৬ | বুধবার, ০২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin