| শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ১০ কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার বিকাল সোয়া ৩ টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ঢাকা মহানগর হাকিম মো. তশরুদ জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিচলাকালে এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসদু আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বাংলামটরে পুলিশ শাহজাহানকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ঢাকার সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আলী হোসেন।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর রাতে বিএনপির অবরোধ শেষে বাংলামটরে পুলিশের গাড়িতে প্রেট্রোল বোমা নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হয়ে পুলিশ সদস্য শাহজাহানের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করে। রমনা থানার মামলা নং- ৪২(১২)১৩।
বৃহস্পতিবার বিকালে হাইকোর্ট থেকে সেগুনবাগিচা যাওয়ার পথে ব্যরিস্টার খোকনকে তাকে গ্রেফতার করে ডিবি।
এর আগে দুপুরে তিনি হাইকোর্টের হলরুমে ব্যরিস্টার খন্দকার মাহবুব হোসেনের সাথে পেশাজীবীদের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কথা বলেন।
Posted ২২:৩৯ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin