| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার : রমনা থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে রিমান্ডে নেয়ার আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। আদালতে খন্দকার মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে আরও ছিলেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট গোলাম কিবরিয়া, এডভোকেট সালেহউদ্দিন প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রায়ের পর গোলাম কিবরিয়া মানবজমিনকে বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় কার্যকর হলে নিবর্তনমূলক সব রিমান্ড আদেশই অবৈধ বলে বিবেচিত হবে। ভবিষ্যতে বেআইনী রিমান্ড বন্ধের পথও খুললো।
গত ৭ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয় খন্দকার মাহবুবকে। এরপর পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকানি দেয়ার অভিযোগে রমনা থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৮ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম। এটা বাতিল চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি এতে সাত দিনের স্থগিতাদেশ দেন।
Posted ১০:৫৩ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin