গাজীপুর :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, “দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়। সরকার তার যে শক্তি-সামর্থ্যের কথা বলছে, গণভোট দিয়ে দেখুক, জনগণ তত্ত্বাবধায়ক চায় কি না।” কিন্তু সরকার গণভোটকে ভয় পায়, তাই তারা গণভোট দিতেও রাজি নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিতের প্রতিবাদে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভার পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হান্নান শাহ বলেন, “জনমত যাচাই করুন, দেখবেন আপনাদের অবস্থান জনগণের মনে প্রথম তো নয়ই, দ্বিতীয় হবে কি না জানি না। আপনাদের রাজনৈতিক অবস্থান হবে তৃতীয় বা চতুর্থ।”
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে স্থানীয় বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন পৌর নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ শহিদ, বিএনপির নেতা এস এম রুহুল আমীন প্রমুখ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related