| বুধবার, ০৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: অন্তঃস্বত্তা স্ত্রী হত্যার দায়ে আদালত আবু হানিফ (৩০) নামে একজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন।
হানিফ জেলার সাটুরিয়া উপজেলার ফরাজি পাড়া এলাকার ফোরবান আলীর ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ১ নভেম্বর ভোরে হানিফ ঘুমন্ত স্ত্রী পারভীন আক্তারকে (২৫) হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ঘটনায় পারভীনের ভাই মো. ফরহাদ হোসেন সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় আদালত অভিযোগকারীর পক্ষে আটজন ও আসামি পক্ষে একজন সাক্ষ্য গ্রহণ করেন।
আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। অভিযোগকারীর পক্ষে অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার ও আসামিপক্ষে আসাদুজ্জামান আসাদ মামলাটি পরিচালনা করেন।
Posted ১৩:৩৪ | বুধবার, ০৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin