| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
এম তানবীর আহম্মদ, লন্ডন, যুক্তরাজ্য
প্রধানমন্ত্রী শেখ শুধু মাত্র আপনার একগুয়েমি এবং ক্ষমতা লিপসা বাংলাদেশকে গৃহ যোদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে| আপনি কি মনে করেন হাজারো শহীদের বয়ে যাওয়া রক্তের উপর দিয়ে নৌকা দৌড়িয়ে ক্ষমতায় চিরস্থায়ী টিকে থাকতে পারবেন? মোটেই না| দূনিয়ার ইতিহাসে খুনি স্বৈরশাসকদের কেউই টিকে থাকতে পারেনি, আপনিও পারবেননা| একটু পিছনে দেখুন, আপনার বাবা শেখ মুজিব সাহেব বাংলাদেশ নামক ভুখন্ডের সবচেয়ে জনপ্রিয় (৯৭%) ব্যক্তি ছিলেন| স্বাধীনতা পরবর্তী স্থায়ী ক্ষমতার লোভে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করলে তার ঘনিষ্ট লোকজনের দ্বারা স্বপরিবারে প্রাণ হারান| আর আপনিও ক্ষমতার লোভে অন্ধ হয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছেন|
আপনার জনপ্রিয়তা (৩০%) অনেক কম| ১৯৮৬ নিজের মুখে নিজে জাতীয় বেইমান সেজে ক্ষমতায় আসার লিপসায় আরেক স্বৈরশাসক হোমো এরশাদ এর সাথে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারেননি| বরং এরশাদকে বৈধ করে দেন| ডিজিএফএই এর সহযোগীতায় এইবার নবম সংসদে নির্বাচিত হয়ে এসেই দেশের ৯০ ভাগ মানুষের সমর্থন পুষ্ট ” নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ” বাতিল করে দিলেন|
ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকতে গুম হত্যা মামলা হামলা গ্রেপ্তার নির্যাতন রেকর্ড পরিমান বাড়িয়ে দিলেন| আপনি ভুলে যাবেননা আইন তৈরী হয় মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়| মানুষের কল্যাণ বিরোধী আইন খোদ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন| আর এতেই অনিশ্চয়তার পথে যাত্রা শুরু হয়েছে সুজলা সুফলা আমার মাত্রই ভূমি বাংলাদেশের| একবার আপনি বলেছিলেন ” ক্ষমতা চাননা শান্তি চান ” | শান্তি প্রিয় মানুষ একটু আসার আলো দেখলেও আপনি আবারও বেইমানি করলেন|
দেশে গৃহ যোদ্ধ শুরু হলে শুধু বিরোধী দলই ক্ষতিগ্রস্থ হবেনা| আপনার দল ও প্রশাসনকে পস্তাতে হবে| কারণ ইটটি মারলে পাঠ্খেলটি খেতে হয়| অর্থাৎ বিরোধী দলের নেতাকর্মী ও তাদের পরিবার পরিজন যেভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি আপনার দলের নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনদের সাথে অতি উৎসাহী প্রশাসনের লোকদের পরিবার পরিজনও আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবে এটা নি:শ্চিত|
কেবল আপনার ক্ষমতার লোভকে বিসর্জনই রক্ষা করতে পারে দেশকে, দেশের সাড়ে ষোলকোটি মানুষকে| আপনি যদি সত্যিই দেশ প্রেমিক তাহলে পদত্যাগ করে নির্গাত গৃহযোদ্ধ থেকে বাচান|
Posted ০১:১০ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin