আলাউদ্দিন রনি, মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে ভূমি সংক্রান্তের বিরোধের জের ধরে মঙ্গলবার বিকালে চাচাতো ভাইদের হামলায় একজন নিহত ও মহিলা সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামাল মিয়া (৩০) কে পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের মৃত মোস্তফা আলী ও তার ভাই খেলু মিয়ার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বসত বাড়ির একখন্ড ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে উভয় পরিবারের লোকদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খেলু মিয়ার ছেলেদের পক্ষে অনেক গ্রামবাসী যোগ দেয় এ সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া মারাত্মক গুরুত্ব আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মানিক মিয়ার ভাই মামুন আল রশিদ (৫০) রায়হান আল মাতাব্বর (৪২) লিটন মিয়া (৩৫) নেহারা বেগম (৪০) বিউটি (৩৮) পারভিন (৩০), কামাল মিয়া (৩০) বাবু মিয়া (৪৫) সহ ১০ জন আহত হয়েছে।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে খেলু মিয়ার পক্ষের লোকজন পুনরায় তাদের উপর আক্রমন চালায়। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। পুলিশ নিহত মানিক মিয়ার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
For news : news@shadindesh.com
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related