মাধবপুর(হবিগঞ্জ):মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুরে জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারকে প্রচন্ড মারধোর করে এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়- উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের পঙ্গু মুক্তিযোদ্ধা আঃ সোবানের জমিতে প্রায় গরু চড়ায় পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর গ্রামের প্রভাবশালী আঃ আউয়াল মিয়ার পরিবারের লোকজন।
প্রায় ২ মাস আগে সোবান মিয়ার ছেলে আঃ রঊফ বাধা দিলে আঃ আউয়ালের ছেলে সোহেল,রুবেল,মাসুকসহ লোকজন তাকে প্রচন্ড মারধোর করে গুরুত্বর আহত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এবং প্রায় ১মাস চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে। সোমবার সকালে আঃ রউফ তার জমিতে কাজ করতে গেলে অর্তকিতে তার উপর সোহেল, রুবেলসহ অন্যারা হামলা করে প্রচন্ড মারধোর করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সামস্ ই তার্ব্রীজ গতকাল মঙ্গলবার ভোররাতে অভিযানন চালিয়ে রুবেল নামে একজনকে গ্রেফতার করে।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related