নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেল ও সড়ক পথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী মহাখালী রেলগেট এলাকায় অবস্থান নেন। ফলে বনানীর জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে।
দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচের রেললাইনে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতেও শোনা যায়।
Posted ০৬:৪৮ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain