| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা: প্রথম আলোয় প্রকাশিত লেখার মাধ্যমে আদালত অবমাননার অভিযোগ থেকে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে ওই পত্রিকার যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানকে অভিযুক্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত যে দুটি কলামের জন্য পত্রিকাটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ওই দুটি কলামই লিখেছিলেন মিজানুর রহমান।
অবমাননার অভিযোগ আনার পর শুনানিতে নি:শর্ত ক্ষমা চাওয়ার কারণে মতিউর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন হাইকোর্ট। মিজানুর রহমানকে জরিমানার পাশাপাশি পাঁচ দিন সাজার কথাও বলেছেন আদালত।
অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি চলাকালে পাঁচদিন আদালতে উপস্থিত হয়ে মিজানুর রহমানের কাঠগড়ার দাঁড়িয়ে থাকার বিষয়টিকেই শাস্তি হিসেবে গণ্য করা হচ্ছে।
বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় মতিউর রহমান ও মিজানুর রহমান উভয়েই আদালতে উপস্থিত ছিলেন।
তাদের পক্ষে আদালতে শুনানি করেন ড. শাহদীন মালিক।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ প্রথম আলোয় ‘মিনিটে একটি আগাম জামিন কিভাবে?’ এবং ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শীর্ষক দুটি কলাম লেখেন পত্রিকাটির যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। এরপর ২ মার্চ আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও মিজানুর রহমান খানের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট।
Posted ১৫:৪১ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin