| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৬ জানুয়ারি : সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ বলেছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। তিনি সব জায়গায় নাক গলাতে যান। সব সমস্যার জন্য এ লোকটাই দায়ী। আমরাও রাষ্ট্রদূত ছিলাম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত ‘নির্বাচন ২০১৪ এ সামপ্রদায়িক ববর্রতা ও রাজনৈতিক সহিংসতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, কোনো ঘটনা ঘটলেই সংখ্যালঘুদের ওপর হামলা হবে, তা আগে থেকেই জানা ছিলো। এরপরও আবারো এ ধরনের ঘটনা ঘটেছে, বিষয়টি লজ্জাজনক।
তিনি বলেন, ভবিষ্যতে এসব বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। কারণ, এটি বছরের পর বছর চলতে দেয়া যায় না।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ড্যান মজিনাকে বলা হয়, বিএনপির বহিরাগত সদস্য। সংখ্যালঘুদের ওপর এমন হামলা হলো, অথচ গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে কোনো তথ্য ছিল না! তাহলে তারা করছেনটা কি? তিনি বলেন, কূটনীতিকদের এদেশে এতো বেশি গুরুত্ব দেয়া হয়, যা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এক সপ্তাহ কূটনীতিকদের সামনে মাইক ধরা বন্ধ করুন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। বিদেশী কূটনীতিকরা রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী উল্লেখ করে মুনতাসির মামুন আরও বলেন, তারা সহিংসতায় প্ররোচনা দিয়েছেন, বিএনপিকে সহায়তা করছেন।
Posted ১২:৫৪ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin