| সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৬ জানুয়ারি : নিরাপত্তাহীনতা, সবদলের অংশগ্রহণ এবং ভোটাদের উপস্থিতি না থাকায় দশম জাতীয় সংসদ স্বতঃস্ফূর্ততা হরিয়েছে বলে মন্তব্য করেছে নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল কম এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। সার্বিক নিরাপত্তা কম ছিল। আমরা সারাদেশে ৭৫টি নির্বাচনী এলাকায় এক হাজার ৯৫০টি কেন্দ্রে পর্যবেক্ষণ করেছি। এসব কেন্দ্রের মধ্যে অনেক স্থানে আমাদের পর্যবেক্ষকদের বের করে দেয়ার ঘটনাও ঘটেছে। রিটার্নিং, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের অসহযোগিতায় ঐ সব এলাকার সংসদ সদস্য প্রার্থীর নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কাজ করেছে।
আমাদের পর্যবেক্ষণ ভোট প্রদানের হার এবং ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরের নিরাপত্তা দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মূলত আমরা গতবছর থেকে অনেক পরিকল্পনা করেছিলাম নির্বাচনের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু জনগণের মতো আমরাও হতাশ ছিলাম নির্বাচনের আগে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং সবদলের অংশগ্রহণ না করায়। একারণে আমাদের উৎসাহ ছিল কম এবং জালিয়াতির ঘটনা পর্যবেক্ষণ না করায় আমাদের চোখে কিছু ঘটনা ধরা পরার পরও এ প্রসঙ্গে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো. আব্দুল আলীম, স্টিয়ারিং কমিটির সদস্য এ এইচ এম নোমান, তালেয়া রহমান প্রমুখ।
Posted ১৭:৫৯ | সোমবার, ০৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin