| বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ নামে নতুন একটি ছবির কাজ করছেন। এরইমধ্যে বিয়ে বাড়ির একটি দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এ ছবিতে মাহির বিপরীতে সাইমন সাদিক ও জয় চৌধুরী অভিনয় করছেন। এক ছবিতে দুই নায়কের বিপরীতে অভিনয় করা নিয়ে মাহি বলেন, ভিন্ন চরিত্রে দর্শকরা আমাকে এ ছবিতে দেখতে পাবেন। ছবির কাহিনীতে বিয়ের আগে এবং বিয়ের পরে দুই নায়ককে ঘিরে নানা ঘটনা ছবিতে থাকছে। দুজনের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে আমার। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক, সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন।
তবে নির্মাতা মানিক জানান, ছবির নাম এক হলেও এবারের ছবির গল্প একেবারে আলাদা।
Posted ১৫:০৩ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain