| সোমবার, ০৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
তিন বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলো ১৮ বাংলাদেশী শিশু-কিশোর। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্য থেকে ১০ জনকে মহিলা আইনজীবি সমিতি, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ৬ জন ও আহছানিয়া মিশন ২ জনকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে।
ফেরত আসা শিশু-কিশোররা হলো- হারুর-অর-রশিদ (১৭), বাবু মণ্ডল (১৩), নয়ন হোসেন (১৩), সবুজ (১৫), জসিম হাওলাদার (১৮), গফফার (১৪), আব্দুর রহমান (১১), খোরশেদ আলম (১৯), মামুনুর রশিদ (১৮), মিলন শেখ (১৭), আল-আমিন (১৬), রাকেশ (১৪), মইনুর রহমান (১৫), সুমন হোসেন (১৪), বিজয় বিশ্বাস (১৩), অমিতোষ (১৪), আলী হোসেন (১৯) ও শাহরিয়ার দিপু (১৩)।
এদের বাড়ি খুলনা, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায়। চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, পশ্চিমবাংলার কোলকাতায় কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের তিন বছরের সাজা দেয়। জেলহাজত থেকে তাদেরকে দূর্বাশ্রম সেন্ট্রাল জেলখানায় (কোলকাতায়) পাঠানো হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
Posted ১৭:৪৫ | সোমবার, ০৭ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin