| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা মনে করেছেন ভারতের সাথে তাঁর রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু আমি ভারত ঘুরে দেখে আসলাম এন্ট্রি খাতায় ওনার নাম নেই। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ভারত আপনাকে বুদ্ধি দিতে পারে কিন্তু নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বক্তাবলী দিবস উপলক্ষে প্রত্যন্ত অঞ্চল বক্তাবলীর লক্ষ্মীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। বক্তাবলী পরগণা বাইশ ময়ালী ফরায়েজী জামাতের যুগ্ম মহাসচিব সরদার মো. হাবিবুল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার, ড. মো. ওসমান গণি, জয়নুল আবেদীন পকির, আমির হোসেন প্রধান, আব্দুর রহমান, এম এ মতিন প্রমূখ।
কাদের সিদ্দিকী আরও বলেন, সারাজীবন তলাবিহীন নৌকার পিছনে কাজ করেছি। কিছুদিন হলো গামছার ছায়ায় এসেছি। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ঈঙ্গিত করে তিনি বলেন, দুজন মহান নেত্রী আছেন যাঁরা নেতা-কর্মীদের স্পর্শ করতে পারেন না। ৮৩ বছরের বশি বয়সী লাঙ্গল মার্কাও হাঁটতে পারেন না। তিনি সকাল বিকেল একেক রকম কথা বলেন। আমি এরকম বলতে পারলে ৭২ সাল থেকে মন্ত্রী থাকতাম।
প্রসঙ্গত : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে ২৯ নভেম্বর পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসররা বক্তাবলী পরগণায় আক্রমণ করে ২২টি গ্রাম জ্বালিয়ে দেয়। হত্যা করে নারী পুরুষ, শিশুসহ ১৩৯ জন নিরীহ বাঙালীকে।
Posted ০২:৫১ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin