রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়লেখা ফাউন্ডেশন ইউকের বেস্ট এচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত বারিষ্টার সালাউদ্দিন সুমন

  |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বড়লেখা ফাউন্ডেশন ইউকের বেস্ট এচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত বারিষ্টার সালাউদ্দিন সুমন

বিদ্যুতিক বাতি নেই।তাই, পড়াশুনা করতে হত কুপি বাতী ও হারিকেনের আলোয় ।সড়ক যোগাযোগ নেই। স্থানীয় মানুষ তাই নির্ভরশীল ছিলেন লাতুর নামক ট্রেন লাইনের উপর । উচ্চ বিদ্যালয় থাকলেও উচ্চরতর গনিতের শিক্ষক নেই। বলছি, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের এক সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে জন্ম এবং বেড়ে ওঠা সুমনের কথা।

মধ্যবিত্ত পরিবারে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরজীবী বাবার ছয় সন্তানের একজন ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন। গণিতে স্নাতকোত্তর শেষ করে একটি স্বপ্ন নিয়ে আসেন বিলেতে।”স্বপ্নই মানুষকে বড় করে, স্বপ্ন মনুষের চেয়ে অনেক বড়, দৃঢ় সংকল্প নিয়ে অধ্যসবায় করলে সফলতা অনিবার্য ‘এই মন্ত্রে বিশ্বাসী সুমন শুরু করলেন কঠোর পরিশ্রম। গেলো ২৮ জুলাই ২০২২ ইং, লন্ডনের লিংকনস-ইন বারে  ব্যারিষ্টার হিসাবে এনরোল হলেন মো. সালাহ উদ্দিন সুমন।

২০১৯ সালে তিনি সহ আরও তিনজন ব্যারিষ্টার মিলে প্রতিষ্ঠা করেন ‘ল’মাটিক সলিসিটর’ নামে একটি ল ফার্ম। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আইনের প্রায় সকল বিষয়ে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছে দক্ষতা ও সুনামের সাথে। অন্তত ২৫ জন আইনজীবী কাজ রয়েছেন তার প্রতিষ্ঠিত এ আইনি প্রতিষ্ঠানে।  তিঁনি বড়লেখা ও জুড়ী উপজেলার ব্রিটেন প্রবাসী একমাত্র সলিসিটর এবং ব্যারিস্টার যিনি প্রথম সলিসিটর ল’ফার্ম প্রতিষ্ঠা করেছেন । ‘লক্ষে অটুট থাকা,প্রখর মনোযোগ,বৈশ্বিক বাস্তবতায় নিজেকে প্রস্তুত করা’এই হলো সফলতার জন্য করনীয়।নতুন প্রজন্মের প্রতি এমটাই জানালেন সুমন। ব্যক্তি জীবনে ব্যারিষ্টার সুমন তিন মেয়ে সন্তানের জনক। লন্ডনের রেডব্রিজ বারার স্থায়ী বাসিন্দা ।

Facebook Comments Box
advertisement

Posted ০২:৪৭ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com