| শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
বেগম খালেদা জিয়ার বাসভবন লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা। শত শত রেব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আওয়ামী দুষ্কৃতকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাস বভনের সামনে বোমা হামলা চালিয়েছে।
বর্তমান ফ্যাসিস্ট সরকারের একটাই লক্ষ্য যে কোনো উপায়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠরোধ করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ গণতান্ত্রিক পদক্ষেপগুলোকে স্তব্ধ করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।
আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা নিঃসন্দেহে জাতিকে স্তম্ভিত করেছে। এ ধরনের বোমা হামলার ঘটনায় এখনও কোনো দুষ্কৃতকারী গ্রেফতার না হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় বিরোধী দলীয় নেতার নিরাপত্তা ও তার জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উত্কণ্ঠিত।
এসব সন্ত্রাসী হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড বর্তমান চলমান আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ করতে পারবে না। এ রকম বোমা হামলার জন্য কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারকেই সব দায়-দায়িত্ব বহন করতে হবে। বেগম জিয়ার বাসভবন লক্ষ্য করে আওয়ামী দুষ্কৃতকারী বোমা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
আব্দুল বাছিত বাদশা
লন্ডন ।
Posted ১০:১৬ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin