ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ৬৮ তম জন্মদিন বৃহস্পতিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ইস্কান্দর মজুমদার ও মাতা তাইয়্যেবা মজুমদার।
১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। খালেদা জিয়ার দুই ছেলে। বড় ছেলে তারেক রহমান পিনু এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সরাসরি সম্পৃক্ত হন বেগম জিয়া। যার ধারাবাহিকতায় ১৯৯০ সালে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করে তিনি আপোষহীন নেত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে আবির্র্ভূত হন ।
খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনীতি করতে গিয়ে তিনি বার বার কারাবরণ করেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। অনুষ্ঠানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে কেক কাটবেন। আর রাত সাড়ে আটটায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করবেন বেগম খালেদা জিয়া।
প্রতি বছর ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেও এবার আর জন্মদিনে কেক কাটবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৫ আগস্ট জন্মদিন পালন নিয়ে নিন্দুকদের সমালোচনাও নেহায়েত কম হয় নি। কিন্তু কোন সমালোচনাই জন্মদিন পালন করা থেকে বিরত রাখতে পারে নি বিএনপি প্রধানকে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মহাজোট সরকারের মেয়াদের শেষ সময়ে এসে নতুন ধারার রাজনীতি কথা বলছে বিএনপি। নিজের জন্মদিনে কেককাটা কর্মসূচি বাতিল করে খালেদা জিয়া কার্যত নতুন ধারার রাজনীতিরই নজির গড়ছেন বলে আলোচনা চলছে দলীয় পরিমণ্ডলে। চেয়ারপারসনের কার্যালয় সূত্র কেক না কাটার বিষয়টি নিশ্চিত করেছে। তবে, ১৫ আগস্ট সকাল ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মতো করে দলীয় প্রধানের জন্মদিন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। আর দুপুরে বগুড়ায় টিটো মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাগল-মুরগি বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করবে বগুড়া জেলা বিএনপি। বগুড়ার এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related