রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃটিশ পত্রিকায় আবার জমির টেলিকম প্রসঙ্গ

  |   শনিবার, ১০ মে ২০১৪ | প্রিন্ট

jomir

আন্তর্জাতিক ডেস্ক, লন্ডন: আদালতের নির্দেশ সত্ত্বেও বৃটেনে একজন উদীয়মান বাংলাদেশি উদ্যোক্তার মালিকানাধীন জমির টেলিকমকে পুনঃসংযোগ না দেয়ায় বৃটেনের প্রভাবশালী ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস পত্রিকায় আবার টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দকীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশ সত্ত্বেও বিটিসিএল জমির টেলিকমকে পুনঃসংযোগ দেয়নি।  এতে বলা হয়, গত মার্চ মাস থেকে বিটিসিএল জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির স্বীকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে একইভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর আদালতের নির্দেশে জমির টেলিকমকে পুনঃসংযোগ দেয়া হয়।  এবার আবার একই ঘটনার পুনরাবৃত্তি করা হলো।

প্রতিবেদনে টেলিযোগাযোগমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তার নির্দেশেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। জমির টেলিকমের কর্ণধার নওফল জমির বলেছেন, তার প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা এবং বিটিসিএলের দুর্নীতির শিকার।

প্রতিবেদনে টিআইবির গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, গত ৬ বছরে বিটিসিএলে অন্তত ২,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। নওফল জমির বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে।

জমির টেলিকম বিটিসিএলের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক কল আদান-প্রদান করে থাকে। সানডে টাইমসের জরিপে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ১০০ প্রযুক্তি কোম্পানির মধ্যে স্থান করে নিয়েছে জমির টেলিকম।

বর্তমানে বিশ্বের ২০টি দেশে প্রতিদিন ২ কোটি ৪০ লাখ মিনিট কল আদান-প্রদান করছে জমির টেলিকম। ২০০৮-০৯ অর্থবছরে কোম্পানির আয় ছিল ২৮ লাখ বৃটিশ পাউন্ড বা ৩৬ কোটি ৭২ লাখ টাকা। তবে ২০১২-১৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৪৬ লাখ পাউন্ডে  বা ৩২২ কোটি টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৫ | শনিবার, ১০ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com