সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গায় শিল্পবর্জ্য বন্ধে হাইকোর্টের রুল

  |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

বুড়িগঙ্গায় শিল্পবর্জ্য বন্ধে হাইকোর্টের রুল

Highcort

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর পাশে অবস্থিত বুড়িগঙ্গা নদীর শ্যামপুর এলাকায় শিল্পবর্জ্য ফেলা বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না এবং প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিল্পবর্জ্য দিয়ে বুড়িগঙ্গা দূষণ করার বিষয়ে জানতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ দুজনকে তলব করেছেন আদালত। আগামী ৫ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডিজি ছাড়া অপরজন হচ্ছেন পরিবেশ অধিদফতরের ‍পরিচালক (এনফোর্সমেন্ট)।

আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। মনজিল মোরসেদ বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্বেও পরিবেশ দুষণ রোধে পরিবেশ অধিদফতর যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর আবেদনের প্রেক্ষিতে আদালত কিছু নির্দেশনা দিয়েছেন।”

আদালতের নির্দেশনাগুলো হচ্ছে- ১. নদীর পানি যেন দূষিত না হয় সে বিষয়ে পুলিশ দিয়ে নজরদারি করতে শ্যামপুর ও ডেমরা থানার ওসিকে ব্যবস্থা নিতে হবে। ২. শিল্প বর্জ্যের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব বিআইডব্লিউটিএ, পরিবেশ ও শিল্প মন্ত্রণালয়ের অফিসারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবেন। ৩. ৪৮ ঘণ্টার মধ্যে শ্যামপুর এলাকায় নদীতে শিল্পবর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে ১০ দিনের মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। ৪. ওই এলাকায় প্রতিমাসে মোবাইল কোর্ট পরিচালনা করতে ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪০ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com