সিলেট-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ এইড ইউকে দীর্ঘদিন ধরে মানবতার সেবায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দেশের অসহায়-গরিব-দুঃস্থদের মধ্যে ঈদের দিনে হাসি ফুটানোর যে চেষ্ঠা করে যাচ্ছেন তা প্রশংসার দাবিতার। সরকারের পাশাপাশি প্রবাসি ও বৃত্তবানরা দানশীলতার হাতকে প্রশারিত করলে গরিব-দুঃখী মানুষেরা অনেক বেশি উপকৃত হবে।
তিনি গত ৬ আগষ্ট মঙ্গলবার বিশ্বনাথে সওজের ডাকবাংলো প্রাঙ্গনে ‘বিশ্বনাথ এইড ইউকের’ উদ্যোগে ‘এতিম-বিধবা-প্রতিবন্ধি-অসহায়-গরীব-দুংস্থ’ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য রফিকুল ইসলাম জুবায়ের’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বৃটিশ-বাংলাদেশ চেম্বার’র সদস্য ও জেএমজি এয়ার কার্গো সার্ভিস’র এমডি মনির আহমদ, বিশ্বনাথ এইড ইউকের লাইভ মেম্বার মিজানুর রহমান, বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মতিন, সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, চ্যানেল-এস সিলেট বুরে্যা প্রধান মঈন উদ্দিন মনজু।
অনুষ্ঠানে এমপি শফিকুর রহমান চৌধুরী উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিকে বাংলাদেশে ঈদের খাদ্য সামগ্রী সফলভাবে বিতরন করায় বিশ্বনাথ এইড ইউকে শাখার পক্ষ থেকে বিতরনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিসবাহ উদ্দিন আর্থ মানবতার সেবায় সকল প্রবাসীদের আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বিগত দিনে বিশ্বনাথ এইডে যারা সাহায্য সহযোগীতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগীতা কামনা করেছেন।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related