যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ উপজেলার তরুন যুবকদের সমন্নয়ে গঠিত চ্যারিটি সংস্থা বিশ্বনাথ এইড ইউকে‘র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতরের আগম মুর্হুতে এলাকার গরীব অসহায় মানুষের মধ্যে দুই লাখ টাকার ঈদ গ্রিফট (খাদ্য সামগ্রী) ও বেশ কয়েকটি দুস্ত পরিবারকে ছাগল ও সেলাই মেশিন প্রদান করা হবে।
গত ২৮ জুলাই রবিবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্বনাথ এইড এর সভাপতি মো: মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আয়াছ মিয়া, ট্রেজারার আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ফারুক মিয়া, জাকির হোসেন কয়েছ।
সভা বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন বিশ্বনাথের গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সমগ্রী বিতরন কর্মসূচি ও গরীব দুস্ত পরিবারকে সাবলম্ভী করে তুলতে ছাগল ও সেলাই মিশন প্রজেক্টে যেসকল দানশীল ব্যক্তিবর্গ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related