বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধী নেতাদের মুক্তি ও সংলাপের আহ্বান বি. চৌধুরীর

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

b cho
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : বিরোধী দলের নেতাদের নিঃশর্ত মুক্তি দিয়ে অবিলম্বে সংলাপে বসে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রোববার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বি. চৌধুরী বলেন, “বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর মুহুর্মুহু চ্যালেঞ্জ দেয়া রাজনৈতিকভাবে সমীচীন হয়নি। চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ ধরনের উসকানিমূলক বক্তব্য একজন প্রধানমন্ত্রীর জন্য শোভন নয়।”
সাবেক রাষ্ট্রপতি বলেন, “রাস্তায় নামার জন্য কেন প্রধানমন্ত্রী আহ্বান করছেন, তা  বোঝা যায় না!” তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের কথা উল্লেখ করে বলেন,   জানালার গ্রিল কেটে দলটির চেয়ারপারসন, মহাসচিবসহ অন্য নেতাদের কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ, আসবাবপত্র তছনছ করা এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে যেভাবে তুলে নেয়া হয়েছে,  তা  কোনো রাজনৈতিক সরকারের জন্য শোভনীয় নয়। সরকারের  এসব অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানান্ তিনি।
বিবৃতিতে বি. চৌধুরী বলেন, দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা ও নির্বাচনে বিরোধী দলকে আহ্বান যদি সরকারের শুধু মুখের কথা না হয়, তাহলে আন্তরিকতা ও সদিচ্ছা প্রমাণের জন্য সরকারের উচিত হবে এই মুহূর্তে এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের আহত সাবেক ছাত্রনেতা রুহুল কবির রিজভীসহ বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা এবং তাদের নিঃশর্ত মুক্তি দেয়া। এর মাধ্যমে একই সঙ্গে আলোচনার পথ প্রশস্ত করা উচিত সরকারের।
বিকল্পধারার প্রেসিডেন্ট আরো বলেন, “আমি লক্ষ করেছি, গত শনিবার একজন নির্বাচন কমিশনার বলেছেন, যদি বিরোধী দল ও সরকারের মধ্যে সমঝোতা হয়, তাহলে নির্বাচনের নতুন তপসিল ঘোষণা করা হবে।” তিনি বলেন, “আমি মনে করি, কথা ও কাজে যদি সামঞ্জস্য থাকে, তাহলে এই মুহূর্তে দেশে শান্তি রক্ষা ও গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে দেশে গণতান্ত্রিক নেতৃত্বের নজির স্থাপন করবেন।”

Facebook Comments Box
advertisement

Posted ০০:০৫ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com