| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
লাশের সারি বৃদ্ধির জন্যই বিরোধী দল তাদের অবরোধের সময় বৃদ্ধি করেছে। অবরোধ করে বিরোধী দল সারা দেশে মানুষ মারার উত্সাহ পেয়েছে। এ কারণেই তারা অবরোধের সময় বাড়িয়েছে। তারা লাশের পর লাশ চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহষ্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধবিরোধী অবস্থানকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিরাধী দল অবরোধের কর্মসূচির নামে সারা দেশে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। মানুষকে পুড়িয়ে মারছে। আবার গায়েবানা জানাজা পড়ছে। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? তিনি আরো বলেন, সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় নির্বাচন নিয়ে হানিফ বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঠেকানোর সুযোগ, অধিকার ও সক্ষমতা বিরোধী দলের নেই। তাই বিরোধী দলও অংশ নেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়াও বিরোধী দলের কর্মসূচি চলাকালীন বিক্ষিপ্ত নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বিরোধী দলের নাশকতা চায় না। তারা নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা তারই প্রমাণ।
Posted ২১:১৯ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin