| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১২ মার্চ : দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের কেন অবৈধ ঘোষণা করা হবে না বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য সাতজন এমিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ এমিকাস কিউরি নিয়োগ দিয়ে আদেশ দেন।
নিয়োগ প্রাপ্তরা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও বদিউল আলম মজুমদার।
বিনা ভোটে এমপি নির্বাচিত হওয়া অবৈধ এবং অসাংবিধানিক হবে কি না, এ বিষয়ে এ সাতজন আইনজীবী তাদের আইনি মতামত ও যুক্তি আদালতের নিকট তুলে ধরবেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারাকে কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
ওই রুলে বিবাদী মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।
গত বছরের ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালামের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে এমপি নির্বাচিত করা হয়েছে।
Posted ১১:৩৩ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin