নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর-হত্যার হুমকি দিচ্ছে। এর মাধ্যমেই প্রমাণ হয় বিএনপি কতটা প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল।
শনিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগের গত ১৪ বছরের শাসনামলে বিএনপির একজন নেতাকেও দেশ থেকে পালাতে হয়নি। কাউকে আমরা মারধর-হত্যার হুমকি দেইনি। বরং বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে আওয়ামী লীগ সহযোগিতা করে। কিন্তু তাদের সমাবেশে তো লোকই হয় না। বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে আওয়ামী লীগের উপজেলা সম্মেলনে বেশি লোক হয়।
তিনি আরো বলেন, তারেক রহমান যখন লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে তারেক রহমানকে লন্ডনে আশ্রয় নিতে হতো না।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নাকি পালিয়ে যাবেন। আওয়ামী লীগের শিকড় এ মাটির গভীরে পোতা। দেশের জনগণের মধ্য থেকেই আওয়ামী লীগের জন্ম, কোনো জেনারেলের পকেট থেকে নয়য়। এই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালানোর কথা কল্পনাও করে না।
হুইপ স্বপন বলেন, হঠাৎ করোনা এসে গোটা বিশ্বের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। এছাড়া যুক্ত হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা গোটা বিশ্বের অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। আমরাও এ বিশ্বের অংশীদার। তাই অন্যান্য উন্নত দেশের মতো আমাদ্রও কিছুটা সমস্যা হচ্ছে। এ সমস্যার সমাধানও অচিরেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ মোরশেদ আলম প্রমুখ।
Posted ১৫:৪৮ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain