| বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৩ মার্চ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর সোয়া ২টার দিকে তাকে সিএমএম নিয়ে যাওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আহসান আলী আদালতে ৩ দিনের রিমান্ড নেয়ার আবেদন জানান।
এর আগে দুপুর ১টা পর্যন্ত দুদক ড. খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। সকাল পৌনে ১০টার দিকে তাকে রমনা মডেল থানা থেকে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক আহসান আলী।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। তাকে দুদকের দায়ের করা একটি মামলায় আটক করা হয়।
Posted ১২:৫৩ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin