| বুধবার, ১৭ আগস্ট ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জনাব ইমদাদ হোসেন চৌধুরীর সাথে যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট মহানগর ও জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জনাব সাইস্তা চৌধুরী কুদ্দুস।
সাবেক ছাত্রদল নেতা মুফতি জাকির আহমেদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের অন্যতম নেতা জামাল খালেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান, জাসাসের ইউরোপীয় সম্বয়কারী ইকবাল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সাবেক সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখিন। দেশের গণতন্ত্র আজ বিপন্ন। নিরব দূর্ভিক্ষের সম্মুখিন প্রিয় মাতৃভূমি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আজ ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে সাইস্তা চৌধুরী কুদ্দুস বলেন দেশে বীদেশে আওয়ামী ফ্যাসিবাদের মুখোশ আজ উন্মোচিত। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ডাক দেয়া হবে এবং বাকশালীদের পতন সুনিশ্চিত করা হবে ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব ইব্রাহীম মিয়া, যুক্তরাজ্য যুবদলের অন্যতম সহ সভাপতি জসিম উদ্দিন জিলহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, যুক্তরাজ্য যুবদলের অন্যতম সিনিয়র নেতা জালালুর রহমান চৌধুরী ইমরান, শাহনুর আহমেদ, জামিল আহমেদ, জাভেদ আহমেদ, শামীম আহমেদ, সুহেল আহমেদ, মিলাদ আহমেদ, আহমেদ হুসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আহমেদ, রাহেল আহমেদ, ইমরানুল হক রাসেল, লন্ডন মহানগর বিএনপি নেতা পটল মিয়া প্রমুখ।
Posted ০৩:২৫ | বুধবার, ১৭ আগস্ট ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin