| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৮ নভেম্বর : সম্প্রতি গ্রেপ্তারকৃত বিরোধী দলের পাঁচ শীর্ষ নেতাকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখৎ কনুৎসে। বৃহস্পতিবার নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের আগ মুহূর্তে আলোচনার সময় ফুরিয়ে যাচ্ছে। এখনই সমঝোতার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেয়া উচিৎ। একই সঙ্গে বিরোধী দলেরও ছাড় দিয়ে আলোচনায় এগিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, একে বারে শেষ সময়ে জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে আসছেন। এটা ইতিবাচক। তিনি সঠিক সময়ই আসছেন বলে উল্লেখ করেন এই কূটনীতিক।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের মতিঝিল থানার ২ মামলায় গ্রেফতার দেখানো হয়।
সর্বশেষ বুধবার দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
Posted ২২:১৫ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin