| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদসহ গ্রেপ্তারকৃত পাঁচ শীর্ষ নেতার জামিন আদেশ আগামী রোববার।
বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো: বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃত অন্য চারনেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী।
গ্রেপ্তারকৃত নেতাদের পক্ষে গত ৪ ও ৫ ডিসেম্বর সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করা হয়। বিএনপির এ নেতাদের বিরুদ্ধে হরতালে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মামলা করা হয়েছে। সেই মামলায় তারা এখন কারাগারে আছেন।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর ওই পাঁচজনকে আটক করে পুলিশ। পরে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর দায়রা জজ তাদের জামিন আবেদন নামঞ্জুর করলে হাইকোর্টে এ আবেদনটি করা হয়।
Posted ২০:৩০ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin