| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
আজ থেকে বিএনপির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন আহমেদ। দলটির পক্ষ থেকে এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
বিএনপির যুগ্ন মহাসচিব এবং দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতার হ্যার প্রেক্ষিতে এখন থেকে দলটির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপির আরেক যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদ।
রুহুল কবির রিজভী গ্রফতারের তিন ঘন্টা পরেই এই সিদ্ধান্ত জানান হয় দলটির পক্ষ থেকে।
উল্লেখ্য রাত আনুমানিক ৩:৪৫ টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে হামলা চালিয়ে রুহুল কবির রিজভী সহ ৬ জনকে আটক করে আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী। এসময় রিজভীর সাথে আরো আটক হন দলটির নির্বাহী সদস্য বেলাল আহমেদ।
গ্রেপ্তারের ছবি তোলার সময় বেশ কয়েকজন সাংবাদিকের উপর হামলা ও দুটি টেলিভিশনের ক্যামেরা ভাঙ্চুর করা হয় বলে জানা গেছে। ডিবি পুলিশ হামলা চালালে সময় সংবাদ ও একাত্তর টিভির সাংবাদিকসহ বেশ কয়জন সাংবাদিক আহত হন। হামলায় ভেঙ্গে গেছে সময় সংবাদের এবং একাত্তর টিভির ক্যামেরা।
এসময় পুলিশ বিএনপি অফিসের মালামাল লুট করে এবং ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
Posted ০২:৩৬ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin