বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ভিডিও বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর রসিকতার জবাব দিল সালাউদ্দিন

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

video_bnp

অবরোধ চলাকালে ভিডিও বার্তার মাধ্যমে অবরোধ চিত্র তুলে ধরাসহ নতুন কর্মসূচি ঘোষণার কারণ ব্যাখ্যা করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির যুগ্ম মহাসচিব বর্তমান মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ এক  বিবৃতিতে এর ব্যাখ্যা দিয়ে বলেন, সরকার সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ের অধিকারহরণ করেছে। বাক ও ব্যক্তি স্বাধীনতা অধিকার কেড়ে নিয়ে সাংবিধানিক সকল মৌলিক অধিকার নিয়ন্ত্রিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার দম্ভ করছেন। আমরা ভিডিও টেপের মাধ্যমে আন্দোলন করছি।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি পেটোয়া বাহিনী বৃষ্টির মতো গুলি করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের সাথীদের নির্বিচারে হত্যা করছে। বিরোধী দলের নেতা-কর্মীরা ডজন ডজন মিথ্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘরছাড়া। তিনি আরো বলেন, বিরোধী দলের প্রধান কার্যালয় অবরুদ্ধ রেখে বর্বর কায়দায় দরজা ভেঙে চুরমার করে রুহুল কবির রিজভীকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগেও কার্যাজলয় থেকে একই কায়দায় দলের ১৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করা বা উন্মুক্ত পরিবেশে দলের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করার মতো কোনো নিরাপদ জায়গা নেই দাবি করে তিনি বলেন, দেশে বর্তমানে আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে এই অবৈধ সরকার। দেশের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক পরিবেশ এবং বিধি-বিধান বিলুপ্ত প্রায়। তাই আমরা বাধ্য হয়ে ভিডিও বার্তার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবস্থান ও কর্মসূচি ঘোষণা করছি। সরকার দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে কর্মসূচি প্রত্যাহার করা হবে বলেও বিবৃতিতে জানান সালাহ উদ্দিন।
প্রসংগত গতকাল প্রধানমন্ত্রী বিএনপির ভিডিও বার্তাকে লাদেনের সাথে তুলনা করে রসিকতা করেন। এর প্রেক্ষিতে আজ ভিডিও বার্তার ব্যাখ্যা দিল বিএনপি।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০২ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com