| শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১১ | প্রিন্ট
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনেক স্থানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যু্গ্ম মহাসচিব। চলমান বিদ্যুৎ সংকটের সমাধান ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রাম ছাড়া দেশের সবকটি জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ করার কথা বিএনপির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐ বৈঠকে সভাপতিত্ব করেন ।
Posted ১৪:৪৪ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin