|
(বক্তব্য রাখছেন ইব্রাহীম আলী) |
নিজস্ব প্রতিবেদক, বার্মিংহাম : গত মঙ্গলবার সন্ধ্যা ৮ টায় বার্মিংহামের সটন কনফিল্ডস্থ বসুন্ধরা রেষ্টুরেন্টে ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুস সালাক সিজানের সভাপতিত্বে ও নাসির আহমদ শ্যামলের পরিচালনায় ট্রাষ্টের কর্মপন্থা ও আগামী দিনের করনীয় সর্ম্পকে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব ইব্রাহীম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছাবাউর রহামান মিছবাহ ও কবির উদ্দিন।
সভায় বক্তরা ট্রাষ্টের পরিধী আরো ব্যাপক হারে বাড়ানোর জন্য এবং গরীব–দুখী এতিমদের সাহায্যার্থে সবাই এগিয়ে আসার জন্য বৃত্ত ও সামার্থ্যবান সকলের প্রতি আহবান জানান। পরিশেষে হাজী জোনাব আলীর রুহের মাগফিরাত কামনায় এবং ট্রাষ্টের সাফল্যের লক্ষ্যে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আব্দুল হক খান নেপা, নুরুল ইসলাম কিছলু, আসাদুজ্জামান, হাজী আব্দুর নুর, আবদুল মতিনসহ আরো অনেকে।।
|
(অতিথিদের একাংশ) |
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related