নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত সোমবার রাত্র ৮ টায় বার্মিংহামে স্থানীয় একটি রেষ্ঠুরেন্টে হিফজুর রহমান খানেঁর সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজির উদ্দিন।
বক্তারা রমযানের তাৎপর্য সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেন এবং আগামী নির্বাচনে মহাজোটকে ক্ষমতা আনতে দলের ভিতর সকল মতাবেদ ভূলে গিয়ে সকলকে এক সাথে কাজ করার অনুরোধ জানান। বক্তারা আগামী ঈদের পরে যুদ্ধাপরাধীদের ফাসিঁ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আকমল খানঁ, গাভরু মিয়া, আলী ইসমাইল, হিরন মিয়া, গিয়াস উদ্দিন, আছকির মিয়া, সৈয়দ লুৎফুর রহামন, সালেহ মিয়া, তাজুল ইসলাম, দিলাল উদ্দিন, নুরুল ইসলাম কিসলু, আব্দুর শুকুর, জুনায়েদুর রহমান, কবি দেলওয়ার হোসেন মন্জু, নাট্যকার তারেক চৌধুরী, তায়েফ মিয়া, প্রবাস বাংলা পত্রিকার মোহাম্মদ আলী ও শিখা নিউজের সম্পাদক মিহির মোহন প্রমুখ
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related