নিজস্ব প্রতিনিধি , বার্মিংহাম : গত রবিবার বার্মিংহামের স্মলহিথের স্থানীয় একটি রেষ্টুরেন্টে মিডল্যান্ডস বাংলাদেশী ইম্পোটার্স এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস.এম বশিরউদ্দিনের সভাপতিত্বে এবং আকমল খানেঁর পরিচালনায় বক্তারা বলেন অফুরন্ত রহমত ও বরকতে পরিপূর্ণ মাহে রমযান। এর একেকটি আমল ও আহকামের তাৎপর্য এত বিশাল তা সত্যিই বর্ণনার চেয়েও বাড়ন্ত। একের ভিতরে বহুর মতো। মানব জীবনে রোযার সাধনার এতো বহুমাত্রিক আবেদন রয়েছে– যা সত্যিই যেকোন চক্ষুষ্মানকে মুগ্ধ না করে পারেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউসিন্সলার আমজাদ আলী, প্রবীণ রাজনীতিবিদ স্যার আজির উদ্দিন, বিশিষ্ট লেখক আলহাজ্ব আলী ইসমা্ইল, সমাজসেবক বাম্বুল মিয়া, প্রবীণ মুরব্বী শেখ মোহাম্মদ আব্দুল গফুর, সোনালী ব্যাংক বামিংহাম শাখার ম্যানেজার কবি ইকবাল চৌধুরী, কবি দেলোয়ার হোসেন মঞ্জু, নাট্যকার তারেক চৌধুরী, সালেহ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন হলি মক্কা ট্যুরস এর ম্যানেজার মতিন মিয়া, সাদি ওয়েডিং সাভিসের পরিচালক জহিরুল ইসলাম ফরহাদ, জগন্নাথপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আছকির মিয়া, জগন্নাথপুর উপজেলা সমিতির কোষাধ্যক্ষ সৈয়দ লুৎফুর রহমান, জাসদ নেতা মোহম্মদ সুইট চৌধুরী, শিখা নিউজ সম্পাদক মিহির মোহন, এটিএন বাংলার ওবায়দুল কবীর খোকন, বাংলা টিভির মুশফিক চৌধুরী, চ্যানেল নাইনের জহিরুল ইসলাম ফরহাদ, প্রবাস বাংলার মোহাম্মদ আলী প্রমুখ।
সভার শুরুতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ফারছু আহমদ চৌধুরী, ছুটন চৌধুরী ও নজরুল ইসলাম ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related