নিজস্ব প্রতিনিধি : গত ২৯ শে জুলাই সোমবার সন্ধ্যায় ৭ টায় বার্মিংহামে স্থানীয় পিকাডেলী ব্যাংক্রুইটিং সুটে হলের পরিচালক শামীম আহমেদ ও মাহমুদ আসাদের সার্বিক তত্তাবধানে ও সৈয়দ নাসিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম হাইকমিশনের সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ।
হলের অন্যতম পরিচালক এনায়েত খান জুম্মা আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে পবিত্র রহযান মাসে সকলের প্রতি দোয়া করার আহবান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমযান মাস সিয়াম সাধনের মাস। এই সিয়াম সাধনের মাস থেকে শিক্ষা গ্রহন করে আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত ঘটাব। সকল বিভেদ ভূলে গিয়ে সবাইকে এক কাতারে এসে নিজেদের ভ্রাতিত্বকে আরো সুদূড় করতে সকলের প্রতি আহবান জানান।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related