| শনিবার, ১৪ মে ২০২২ | প্রিন্ট
বার্মিংহাম প্রতিনিধি : অদ্যরোজ বার্মিংহামের স্মলহিথের ঐতিহ্যবাহী রেষ্টুরেন্ট পঞ্চখানাতে জুম্মা নামাজের পর স্পার্কবুক ও বালসাল হিথের কনজারভেটিভ পার্টির প্রার্থী ও বিশিষ্ট সাংবাদিক এবং তরুন আইনজীবী ওবায়দুল কবীর খোকনের আমন্ত্রনে কনজারভেটিভ পার্টির সদস্য ও সমর্থকদের সাথে এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ওবায়দুল কবীর খোকন জানান, তিনি আগামীতে কমিউনিটির উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চান। তিনি বলেন, জয় পরাজয় বড় বিষয় নয়। এবারের নির্বাচনে তিনি তথা কনজারভেটিভ পার্টি স্পার্কবুক ও বালসাল হিথে মানুষের যে ভালোবাসা পেয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। মানুষের এই ভালবাসার প্রতিদানের প্রতি তিনি শ্রদ্ধাশীল।
এসময় উপস্থিত ছিলেল, মোহাম্মদ আবদুর রশিদ, হাফেজ মাওলানা হোসাইন আহমেদ, হাজি মুজিবুল্লা, নুরুল ভূঁইয়া, আবদুল লতিফ, আলহাজ্ব দেলওয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ও শাহজাহান খান ।
Posted ০০:২১ | শনিবার, ১৪ মে ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin