| শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ফারছু আহমেদ চৌধুরী, বার্মিংহাম : গত ১৪ ই নভেম্বর সন্ধ্যা ৭ টা বার্মিংহামের স্মলহিথের ডিগবাথস্থ কনসার্ট ভ্যানু ক্রাঊন ব্যাংকুইটিং পরিদর্শন করেছেন।
এম এ মুনতাকিম,শমসের বক্স চৌধুরী,হুমায়ূন কবীর চৌধুরী,কবির উদ্দিন সহ ৪সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কমিটির পক্ষ থেকে কনসার্ট হলের বিবিন্ন দিগ ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য আগামী জানুয়ারী মাসের ৬ তারিখে এনটিভি’র মেগা কনসার্ট এর সির্টি কেপাচিটি নির্ণয় করে টিকেট পদ্ধতি নিয়ে বিভিন্ন ধারনা নেন হল কর্তৃপক্ষের কাছ থেকে।
এ সময় কমিটির অনতম সদস্যে এম এ মুনতাকিম বলেন, আগামী জানুয়ারীর ৬ তারিখে (ইংরেজী নববর্ষ ২০১৪) বার্মিংহামে ক্লুজ আপ ওয়ানএর টপটেন নিয়ে এনটিভি’র মেগা কনসার্টকে সফল ও আন্দময় করে তুলতে সকলের প্রতি আহবান।
Posted ১৬:৩৮ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin