| বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : যুক্তরাজ্যের নগর বার্মিংহামের স্থানীয় একটি হলে বার্মিংহামে আওয়ামী পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিজবাউর রহমান, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মোকাদ্দুস আলী, বিষিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব কমরেড মসুদ আহমেদ, বিশ্বনাথ রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান, মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গাবরু মিয়া , আস্টন শহীদ মিনার কমিটির সভাপতি কামরুল হাসান চুন্নু, ডাক্তার আব্দুল খালিক বৃহত্তর ছাতক সমিতির সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য জাসদের সেক্রেটারী জুনেদুর রহমান, লেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহাম্মাদ মান্নান খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব মুর্শেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা বদরুল চৌধুরী, বিশ্বনাথ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকদ্দুস আলী, মিডল্যান্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাদিক আহমেদ, হবিগঞ্জ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুনতাকিম চৌধুরী, ছাতক সমিতির ট্রেজারার আবুল হোসেন ।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, বার্মিংহাম আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বশির মিয়া কাদির, সহ সভাপতি শাহ রুকন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খাঁন নেপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এরশাদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পারভেজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ, বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী, সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান (দিপু শেখ), সোহেল আলী, শামীম চৌধুরী, রুহেল খান, আব্দুল মালিক ছানু, সৈয়দ লুৎফর রহমান, জয়নাল আবেদীন, সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সদস্য ও মিডল্যান্ড যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু, মিডল্যান্ড যুবলীগের সহ-সভাপতি আজম আলী, কমিউনিটি নেতা জঙ্গেনুর রাজা, বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম, শায়েখ কামালী, কাইফু আহমেহ সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মারুফ আহমেদ, বাংলা ভয়েসের ইংরেজী বিভাগের সম্পাদক জিয়া উদ্দিন তালুকদার ও এটিএন বাংলা ইউকের মিডল্যান্ডস প্রতিনিধি বদরুল আলম প্রমুখ সহ ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ০৫:৪১ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin