| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের দেয়া চিঠি বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে পৌঁছেছে।
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী চিঠি পাওয়ার বিষয় নিশ্চিত করেন , বিরোধী দলীয় নেতাকে পাঠানো জাতিসংঘ মহাসচিবের চিঠি বুধবার বিকেলে পাওয়া গেছে।
সংলাপে বসার তাগিদ দিয়ে এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতাকে চিঠি দিয়েছিলেন বান কি-মুন।
জানা গেছে, বুধবার পাঠানো ওই চিঠিতে আগামী ৬ ডিসেম্বর জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে বাংলাদেশে পাঠানোর কথা বলা হয়েছে। এ সফরকালে তারানকোকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল একটি সমাধানে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংলাপের তাগিদ দিয়ে গত মে মাসের প্রথম সপ্তাহে বান কি মুন দুই নেত্রীকে প্রথম চিঠি দেন। একই সঙ্গে ২৩ আগস্ট দুই নেত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে সংলাপে বসার আহ্বান জানান বান কি মুন।
Posted ১৫:০৪ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin