| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২ জানুয়ারি : বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। বৃহস্পতিবার ‘বাংলাদেশে বিতর্কিত নির্বাচনে নিস্তেজ প্রচারণা’ শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাকী আর মাত্র দু’দিন। এরই মধ্যে এ নির্বাচনে ১৫৩ টি আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না এবং যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন তারাও অধিকাংশই ক্ষমতাসীন জোটের শরিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী।
প্রতিবেদেনে বলা হয়, বিকালের পর থেকে প্রার্থীদের সমর্থনে কোথাও কোথাও মিছিল বের হয় ঠিকই তবে তা বিগত যে কোন নির্বাচনের তুলনায় বেশ কম।
নির্বাচনী প্রচারণা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সাধারণত সব নির্বাচনের আগেই পোষ্টার, ব্যানার, ফেষ্টুন দিয়ে এবং মিছিল করে প্রচারণা চলতে দেখা যায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে ফকিরাপুল এলাকার একটি প্রেসের মালিক আবদুল খালেক বলছিলেন বিগত সংসদ নির্বাচনের আগে তিনি কয়েকজন প্রার্থীর পোষ্টার ও লিফলেট ছেপেছিলেন। কিন্তু এবারে কারো পোষ্টার বা লিফলেট ছাপানোর অর্ডার পাননি।
ফকিরাপুলের আরো বেশ কিছু প্রেসে ঘুরেও দেখা গেল একই চিত্র। প্রেসের কর্মচারীরা বলছেন এবারে খুব একটা নির্বাচনী পোষ্টার বা লিফলেট ছাপানোর কাজ আসেনি।
এতে বলা হয়, কেউ কেউ ছাপানোর কাজ করেছেন এবং তাদেরই একজন মো মুজিবুল হক। তিনি বলছিলেন এবারে তিনি মাত্র একজন প্রার্থীর পোষ্টার ছাপানোর কাজ পেয়েছেন এবং সেই প্রার্থীর ৪০-৫০ হাজার পোষ্টার তিনি ছেপেছেন।
গত নির্বাচনের প্রসঙ্গ টেনে মুজিবুল হক বলছিলেন প্রায় বিশ-ত্রিশ জন প্রার্থীর পোষ্টার ও লিফলেট তিনি গত সংসদ নির্বাচনে ছেপেছিলেন। কারো পঞ্চাশ আবার কারো এক লাখ পোষ্টারও তিনি ছেপেছেন। কিন্তু এবারে প্রার্থীর সংখ্যা যেমন কম আবার অর্ধেক আসনে ভোটই হচ্ছেনা। কেউ কেউ দু একজনের ছাপানোর কাজ পেলেও অনেকেই ছাপাতে আসেনি। সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচনের ক্ষেত্রে যেভাবে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা এসে ছাপায় এবারে তা হয়নি।
মি. হক আরো বলেন এমনিতেই অর্ধেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আছেন। বাকী আসনগুলোর প্রার্থীরা প্রচার চালালেও তাতে উত্তাপ একেবারেই কম।
মাঠ পর্যায়ে প্রচারনার সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, কুলুটোলা কাঠেরপুল এলাকায় বেশ কয়েকজন ভোটারের সাথে কথা হয়। সজল সরকার নামে এই এলাকার একজন ভোটার বলছিলেন তার এলাকায় নির্বাচনী প্রচার একেবারেই কম। যেসব আসনে নির্বাচন হচ্ছে তার সবখানেই একই অবস্থা।
কথা হয় এই এলাকার বেশ কয়েকজন নারী ভোটারের সাথে। তারা বলছিলেন বাড়ি বাড়ি গিয়ে একবার মাত্র প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা ভোট চেয়ে গেছেন।
Posted ১৯:২৪ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin