| শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রুপার ওপর লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ শনিবার এক বিবৃতিতে বলেন, ফারজানা রুপাকে হামলার ঘটনা সন্ত্রাসীদের নগ্ন চেহারার বহিঃপ্রকাশ। হামলাকারীরা যে দেশের নাগরিকই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন। বিষয়টি যথাযথ তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান তারা। একই সঙ্গে সফররত ফারজানা রুপার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে লুন্ঠিত ক্যামেরা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।
সাংবাদিক নেতারা বলেন, ব্রিটেনের মতো উন্নত গণতান্ত্রিক এবং বহুমতে বিশ্বাসী প্রগতিশীল রাষ্ট্রে এ ধরনের সন্ত্রাসী হামলার পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে দেশটির প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হবে।
Posted ১৬:৫৪ | শনিবার, ২১ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain